- তুমি তোমার নিজের হয়ে হও নিজেরই খুশি।
বন্ধু, শুভ নববর্ষ! - এত সুন্দর শুভেচ্ছাবার্তা পেয়ে মন ভালো হয়ে গেলো।
নববর্ষ শুভ হোক আমার বন্ধুর জন্যেও - মন খারাপ করে থাকবে কেন?
কতবার বলবো মন খারাপ করবে না - মন তো কখনোই ভালো নেই
তারপরও এই যে ছোট ছোট প্রাপ্তি…
আমায় মনে রাখা
সরিয়ে নাওনি বন্ধুত্বের দু’হাত
তাতেই মন ভালো হয়ে যায় - এবার নিজের মনের দখল বুঝে নাও নিজের কাছ থেকেই
© আলম – সোমবার ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ – ১৪ই এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ