প্রতিদিন
সকাল বিকেল রাতে
একজনই ফোন দেন
তিনি আমার মা
পরিচিতজনদের কিছু ফোনকল আসে –
কদাচিৎ
আর আসে মার্কেটিং এজেন্সি গুলো থেকে।

এখনও মা যেনো
বুকে কোলে ধারণ করে রাখে
সেই ছোট্ট শিশু আমাকে
দাড়ি প্রায় সবই আমার সাদা হয়ে গেছে
শুধু শিশুই রয়ে গেলাম মায়ের কাছে
সবাই দূরে চলে যাবে
স্ত্রী পুত্র কন্যা বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন
সময়ের সাথে সাথে
শুধু পাশে রইবে মা আমার
কবর ভেজাতে
চোখের পানিতে।

©আলম – ১৭ জুলাই, ২০২৩ ইং, দুপুর ১২টা ২১ মি.