আজকাল দশ টাকার চিনাবাদামে
ভালোবাসা হয় না
আজকাল রিকশার হুড নামিয়ে
ভালোবাসা হয় না
আজকাল এক প্যাচে শাড়ি পরোনা তাই
ভালোবাসা দেখা হয় না
আজকাল মনের ভাষা বুঝনা তাই
ভালোবাসার দেখা পাই না
আজকে শুধু আজ সেজেছে
পালিয়েছে গতকালের থেকে, যেথায়
চিনেবাদাম ছিলো
সেই রিকশাটা ছিলো হুড নামিয়ে
একটাই প্যাচ ছিলো সুতির সাড়িতে
খুলে যেতে যেতে শিশির জমতো
ভালোবাসার ‘পরে
আমি গতকাল চাই
চিনেবাদাম চাই
ভালোবাসা চাই
ভালোবেসে দিতে চাই
নেবে তাই?
আমি গতকাল চাই
©আলম – ৯ আগষ্ট ২০২০ইং, রাত ১০টা ১৭মি.