জন্মের সাথে সাথেই সারেন্ডার করেছি।
আমার প্রতি অনুগ্রহ করা হয়েছে।
নিজে নিজে খেতে পারিনি
আমাকে খাইয়ে দেয়া হয়েছে
কাপড় চোপড় ভিজিয়ে ফেলেছি
নিজে নিজে ভেজা কাপড় বদলাতে পারিনি
আমার জন্য নতুন নতুন জামা বানানো হয়েছে
নিজে নিজে পড়ে পরিপাটি হতে পারিনি
নজর যেন না লাগে তাই কাজলের টিপ পড়িয়ে দিয়েছে
আমি দুর্বল হয়েই এসেছি, সারেন্ডার করেছি
একটু দাঁড়াতে চেষ্টা করেছি তো পড়ে গিয়েছি
সবাই খুশি আমিও খুশি
আমি দাঁড়াতে চেষ্টা করেছি
একসময় দাঁড়িয়েছি নিজের পায়ে
একটু একটু করে বড় হয়েছি
মেরুদন্ড সোজা হয়েছে, শক্ত হয়েছে
এখন আর সারেন্ডার করিনা
আমার এখন শক্ত সোজা মেরুদন্ড আছে।
বুঝিনি, সময় এত দ্রুত দৌড়াচ্ছে
মেরুদন্ড এখন আর সোজা হয়ে দাঁড়াতে দেয় না
একটা লাঠি লাগে বা করো কাঁধ
কিছুই করার নেই, সারেন্ডার করলাম, কিন্তু
চাইনা কেউ আমার ভেজা কাপড় বদলে দিক
ভেজা কাপড় বদলাতে মায়ের দরকার হয়
সারেন্ডার চক্র, না ভুলি
তবুও ভুলি
©আলম – ১৫ মার্চ, ২০২৪ইং, সকাল ৬টা ১২মি.